সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সর্বশেষ
পুরুষদের ৮টি বদ অভ্যাস সাগর পাড়ে তাহসান-রোজার রোমান্স চরিত্র সম্পর্কে উঁচু ধারণা দেয় যেসব আচরণ রোহিঙ্গা ক্যাম্পে অরাজকতা, গ্রেফতার করেও বন্ধ করা যাচ্ছে না অপরাধ শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড পাওয়া গেছে জুলাই-আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের কলরেকর্ড ট্রাইব্যুনালে জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ মেনে নিয়েছে, বিতর্ক থাকতে পারে না গাজায় যুদ্ধবিরতির জরুরি আহ্বান বাইডেনের:নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ লালমনিরহাটে ট্রাক চাপায় ঘুমন্ত নারীর মৃত্যু বাজার হারা‌নো এ্যাপোলো ইস্পাত বি‌নি‌য়োগকারী‌দের মরণফাঁদ আগামী দিনে বিএনপির রাজনীতি হবে জনগণ ও দেশের কল্যাণে: ইশরাক হোসেন শেয়ারবাজ‌রে দেড় ঘণ্টায় ১৭৮ কোম্পা‌নির দর বে‌ড়ে‌ছে মিশিগানে বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের বোর্ড সভা শিশুদের জ্বর হলে করা যাবে না যে ৫ টি ভুল জ্বলছে লস অ্যাঞ্জেলস: প্রকৃতির রোষ মুছে দিয়েছে স্টারডমের জেল্লা ইলন মাস্ককে ‘সত্যিকারের খলনায়ক’ বলে আক্রমণ স্টিভ ব্যাননের দাবানলে লস অ্যাঞ্জেলেসের মৃতের সংখ্যা বেড়ে ২৪ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শেখ হাসিনা উপর প্রথম দুর্নীতির মামলা ঢাকা-দিল্লি সম্পর্ক এখন কেমন? বাংলাদেশে আসলে কী চাইছে ভারত? গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নামের তালিকা জানুয়ারিতে, থাকছে যাদের নাম  ২৪ ঘন্টাই বাচ্চাকে ডায়াপার পরিয়ে রাখছেন!  চিকিৎসাধীন অবস্থায় কর্মীদের নির্দেশ দিলেন খালেদা জিয়া জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে সাধারণ শিক্ষার্থীদের অনশন ভারত কেন সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাচ্ছে? হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙ্গলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর! সায়ান এফ রহমান ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় ‘আড়াই লাখ পাউন্ড’ দান করেন জুলাই অভ্যুত্থানের ৫ম মাসে পা রেখে অভ্যুত্থানকে হাওয়াই মিঠাই লাগে শিকার ধরতে নদীতে উল্টে পা তুলে ডুবে যাওয়ার নাটক কুমিরের আমেরিকায় হানা দিয়েছে ‘র‌্যাবিট ফিভার’

বাংলাদেশে আসলে কী চাইছে ভারত?

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৩ এএম

শেয়ার

বাংলাদেশে আসলে কী চাইছে ভারত?
বাংলাদেশ ও ভারত

ভারত একদিকে বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ককে ভালো করতে চাইছে। অন্যদিকে, সীমান্তের শূন্যরেখায় কাঁটা তারে বেষ্টনী দিচ্ছে। ফলে উত্তেজনা ও সম্পর্কের টানাপড়েন নতুন এক মোড় নিতে যাচ্ছে কি? 

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ভালো করতে হলে ভারতকেই আগে এগিয়ে আসতে হবে। এখানে বাংলাদেশের দিক থেকে আগ বাড়িয়ে কিছু করার নেই। প্রতিবেশী দেশের বন্ধুত্বের শর্ত মানতে হবে প্রত্যেককেই।

৫ আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের ভারত বিরোধী মনোভাব জোরালভাবে প্রকাশ পেতে থাকে। সেই পালে হাওয়া দেয় ভারতীয় গণমাধ্যমের নানা মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ। পাশাপাশি দুই দেশের রাজনীতিবিদদের পাল্টাপাল্টি বক্তব্য আবার সীমান্তে কাঁটাতারের বেষ্টনি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

আপাতদৃষ্টিতে বিভিন্ন ইস্যুতে গত পাঁচ মাসে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে বলেই মনে হচ্ছে। সব মিলিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কি আসলেই অবনতি হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ বরাবরই বন্ধু। রাষ্ট্রের সকল শর্তই মেনে এসেছে। বরং নিজেদের স্বার্থরক্ষার ক্ষেত্রে অনেক সময় নমনীয় ছিল। এখন দিল্লিতে পরিস্থিতি উপলব্ধি করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘যেহেতু একটা বড় ধরনের সমালোচনা আছে যে বিগত সরকারের সময় যে সব চুক্তিগুলো হয়েছে, সেটা একতরফা হয়ে। সেটা বাংলাদেশ আমার মনে হয় গবেষণা করে রীতিমতো বার করা। সেই হোম ওয়ার্ক যত তাড়াতাড়ি করা যায় তাহলে দিল্লি ও বুঝতে পারবে যে, হ্যাঁ, এই ব্যাপারে একতরফা হয়েছে এবং পরিবর্তনটা কি হতে পারে?’

তিনি বলেন, ‘যখন দিল্লি একটা কোর্স কারেকশন করে একটা জনগণের সঙ্গে সম্পর্ক হবে কোনও বিশেষ দলের সাথে না। সেটা কিন্তু তারা কিছুটা বুঝতে চেষ্টা করেছে যখন তাদের পররাষ্ট্রসচিব এসেছে এই বৈরী সম্পর্ক রেখে বিশেষ কিছু গোষ্ঠী লাভ হতে পারে। কিন্তু সাধারণ মানুষের লাভ হবে না।’

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাহাব এনাম খান বলেন, ‘মিডিয়া ডোমেস্টিক পলিটিক্সের জন্য ভালো। কিন্তু ডোমেস্টিক পলিটিক্স এর বাইরে রিজিওনাল পলিটিকস বলেন, গ্লোবাল পলিটিক্স বলেন সে সব জায়গায় হাস্যস্পদ একটা এন্ট্রি হিসাবে পরিণত করেছে। সবকিছু মিলিয়ে ভারতের পক্ষ থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জোরদার করতে হবে। কারণ, বাংলাদেশের কাছে থেকে এমন কিছু পায়নি, যেটার জন্য ভারতের অস্বস্তি তৈরি হতে পারে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া এবং আওয়ামী লীগকে নিঃশর্তভাবে অন্যায় সমর্থন দেওয়া সম্পর্কের অবনতির মূল কারণ। বিশ্লেষকরা মনে করছেন, দিল্লি এখন ঢাকার সেঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে।

সূত্র: ৭১টিভি। https://www.youtube.com/watch?v=ye1v9wUy-PE