ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ফুটবল

এবার মাদাম তুসোয় এমবাপে

এবার মাদাম তুসোয় এমবাপে

কিলিয়ান এমবাপে রীতিমতো বিস্মিত! লন্ডনের বিখ্যাত মাদাম তুসোর জাদুঘরে নিজের মোমের মূর্তি দেখে একেবারেই মুগ্ধ-বিমোহিত রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। দরজা ঠেলে ভেতরে ঢুকার পর তা দেখে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা। যে কারণেই তার মুখ ফুটে অস্ফুটে বেরিয়ে এলো, ‘ওহ, ওয়াও!’ প্যারিসের গেভা জাদুঘরে এমবাপের মোমের মূর্তি শোভা পাচ্ছে আরও আগে থেকেই। এখন থেকে লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরের তারকারাজির আকাশেও জ্বলজ্বল করবে এমবাপের মোমের মূর্তি। আগামী ২০ এপ্রিল ইস্টার সানডে থেকে প্রদর্শনী হবে মাদাম তুসোয়। সেজন্য আমন্ত্রণ জানানো হয় এমবাপেকে। আর  ২৬ বছর বয়সী এই তারকার নিজের মূর্তি দেখার সেই ভিডিও প্রকাশ করা হয় জাদুঘরের পক্ষ থেকে।

সর্বশেষ

জনপ্রিয়