অস্ট্রেলিয়া সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। দেশটিতে এখন ৪০ লাখেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। মাত্র ২০ বছর আগে যেখানে সৌরবিদ্যুতের কোনো উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না। সেখানে এই দ্রুত বৃদ্ধি দেশটির শক্তি ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। এই পরিবর্তন বিশেষত বসন্তকালে প্রকট। খবর এবিসি নিউজের।
দিনের দীর্ঘতা ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ে। তবে শীতল তাপমাত্রার কারণে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতির ব্যবহার কমে যায়। দক্ষিণ অস্ট্রেলিয়া এখন বিভিন্ন সময়ে তার বিদ্যুতের পুরো চাহিদা সৌর শক্তি দিয়ে মেটাচ্ছে। এই অতিরিক্ত বিদ্যুৎ অন্য রাজ্যগুলোতে রপ্তানি করা হচ্ছে। তবে সৌরবিদ্যুতের এই অতিরিক্ত সরবরাহ অস্ট্রেলিয়ার বিদ্যুৎ ব্যবস্থায় নতুন কিছু সমস্যার জন্ম দিচ্ছে। অ্যাডিলেডভিত্তিক বিদ্যুৎ বাজার বিশেষজ্ঞ জেস হান্ট বলেন, সৌরবিদ্যুতের এই প্রাচুর্য ঠিক পানির মতো। প্রতিটি রশ্মিকে সংরক্ষণ করা যেমন অবাস্তব, তেমনি প্রয়োজনও নেই। সৌর শক্তি ছড়িয়ে যাওয়া বা নষ্ট হওয়াকে সমস্যা হিসেবে দেখা উচিত নয়।