ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

জুলাই-আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের কলরেকর্ড ট্রাইব্যুনালে

প্রকাশিত: ১৩:২১, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৩:৫৮, ১৩ জানুয়ারি ২০২৫

জুলাই-আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের কলরেকর্ড ট্রাইব্যুনালে

শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। 

সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানতে পেরেছে গণ্যমাধম।  

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, অনলাইন প্লাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই-আগস্ট গণহত্যার সময়ে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

এম হাসান

×