শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হারুনুর রশিদ বান্টি। পহেলা মার্চ দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে ছিনতাইকারীরা তাকে চিনতে পারায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পান তিনি।
এই ঘটনার বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে হারুনুর রশিদ লিখেছেন, "কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড—রাত-বিরাতে সাবধান। আজকে আমি কট খেয়েছি, কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট, যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়ে যায়নি, তবে টাকার উপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়ে গেছে, ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।"
হারুনুর রশিদ জানান, ঘটনার দিন রাত ১১টার দিকে তিনি ৩০০ ফিট কাঞ্চন ব্রিজ থেকে একটি সিএনজি নিয়ে কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। পাঁচ মিনিট চলার পর হঠাৎ সিএনজি চালক রাস্তার একপাশে সাইড করে গাড়ি বন্ধ করে দেন। তখনই তার সন্দেহ হয়। ঠিক সেই মুহূর্তে পাশের শাখা রোড থেকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে উপস্থিত হয়। তাদের দুজনের হাতে ধারালো অস্ত্র ছিল।
একজন ছিনতাইকারী সিএনজি থেকে তার ব্যাগ বের করে দেখে তাতে শুধু জামাকাপড় রয়েছে। এরপর তারা মানিব্যাগ ও মোবাইল নিয়ে যাচ্ছিল, তখনই এক ছিনতাইকারী তাকে চিনে ফেলে। সে তার সঙ্গীদের বলে, "উনি তো নাটক করেন, উনার মোবাইল নিলে ঝামেলায় পড়তে পারি।" এরপর তারা দ্রুত মোবাইলটি ফেরত দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে তারা সিএনজি চালককেও দ্রুত চলে যেতে বলে।
এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেতা হারুনুর রশিদ। তিনি জানান, "এরকম ঘটনা আগে মানুষের কাছে শুনতাম, আজ নিজের সঙ্গে ঘটলো। যেন ট্রমায় চলে গেলাম। অসহায় অবস্থায় ফুটপাতে বসে পড়ি। পরে এক ব্যক্তি আমাকে কুড়িল বিশ্বরোডে নামিয়ে দেন। সেখান থেকে বিকাশের মাধ্যমে টাকা তুলে সিএনজি নিয়ে বাসায় ফিরি।"
এখনো পর্যন্ত তিনি কোনো আইনি ব্যবস্থা নেননি বলে জানিয়েছেন। তবে ৩০০ ফিট এলাকায় রাতে চলাচল করা নিয়ে সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ভিডিও দেখুন: https://youtu.be/ZSK0tJAcbJc?si=3KlBJ6nTPvPY79ap