দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি পদ্মাসেতু দুর্নীতি মামলা এবং বঙ্গবন্ধু নবথিয়েটার প্রকল্পে ১২০ কোটি টাকার লোপাটের অভিযোগ নিয়ে পুনরায় তদন্ত শুরু করেছে। এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, দীর্ঘদিন পর এই তদন্ত কার্যক্রম কতটা কার্যকর হবে এবং পাচার হওয়া অর্থ ফেরত আনা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।