মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সরকারের এখন সর্বচ্চ গুরুত্ব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ঈদের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বলেন, এবারের ঈদ বিগত বছরের চেয়ে আনেক ভালোভাবে উদযাপন করেছে দেশের মানুষ। যাত্রাপথে কোন ধরনের ভোগান্তি না থাকায় ঈদ যাত্রায় স্বস্তি ছিল।