সরকার পরিবর্তনের পর ১১টি দুর্বল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ ঘুরে দাঁড়িয়েছে। আবার কেউ কেউ এখনো হিমশিম খাচ্ছে আমানতকারীদের টাকা ফেরত দিতে। এই মুহূর্তে প্রশ্ন উঠেছে কোনো ব্যাংক দেউলিয়া বা অবসায়ন বা বন্ধ হয়ে গেলে কত টাকা ফেরত পাবেন একজন গ্রাহক।
আমানত সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত (বন্ধ) হলে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। তবে অন্তর্বর্তী সরকারের নিয়োগ করা গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা দিয়েছেন, আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন।