যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ১০৪ জন ভারতীয় নাগরিককে হাতকড়া ও শেকল পরিয়ে দেশে ফেরত পাঠানো নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। টেক্সাস থেকে সামরিক বিমানে করে তাদের দেশে ফেরত পাঠানোর ঘটনায় ভারতীয় সংসদে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী দলগুলো একে ‘অমানবিক’ ও ‘অপ্রয়োজনীয় কঠোরতা’ বলে আখ্যা দিয়েছে।