ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভাঞ্জি, জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবের্গের সঙ্গে ইয়েমেন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক ভারী হামলা ইয়েমেনের সাধারণ মানুষের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনছে। এতে অনেক নিরীহ মানুষ আহত হয়েছে কিংবা শাহাদত বরণ করেছে, আর দেশের অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বর্বর হামলাগুলো এখনই বন্ধ হওয়া প্রয়োজন।"