ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মধ্যপ্রাচ্য

যুদ্ধ বন্ধের জন্য ২০০ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল হামাস!

যুদ্ধ বন্ধের জন্য ২০০ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল হামাস!

ইসরাইলের বিরুদ্ধে চলমান সশস্ত্র লড়াই বন্ধে হামাসকে ২০০ কোটি ডলারের প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতারা। ফিলিস্তিনের স্বাধীনতা ও মাতৃভূমির প্রশ্নে কোনও আপোষে রাজি নন তারা— এমনটাই জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তরফ থেকে হামাসকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়, যদি তারা গাজায় চলমান লড়াই বন্ধ করে এবং সব ধরনের অস্ত্র সমর্পণ করে, তবে বিনিময়ে তারা পাবে বিপুল পরিমাণ অর্থ, নিরাপদ আশ্রয়, বিলাসবহুল জীবনযাত্রা এবং বিদেশে পরিবারসহ বসবাসের সুযোগ। তবে এসব লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস নেতৃত্ব। সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়েছেন, তারা ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং স্বাধীন ফিলিস্তিনের প্রশ্নে কোনও রকম আপোষ করবেন না। ওয়াইনেট নিউজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম 'আল আরাবি আল জাদিদ'-এর বরাত দিয়ে জানায়, হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের শীর্ষ নেতাদের সামনে এই প্রস্তাব রাখা হয়েছিল। এদের মধ্যে ছিলেন ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানে এবং গাজা সিটি ব্রিগেডের কমান্ডার আল হাদ্দাদ। প্রস্তাব ফিরিয়ে দিয়ে এই নেতারা জানিয়েছেন, অঢেল সম্পদের আশ্বাসে তারা মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করতে প্রস্তুত নন। হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া এবং মোহাম্মদ দেইফের মতো নেতারা অতীতেও সীমিত সামর্থ্য নিয়ে ইসরাইলের বিপরীতে লড়াই করে প্রাণ দিয়েছেন। আজকের এই সিদ্ধান্ত যেন সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা— “মাতৃভূমি অথবা মৃত্যু” এই আদর্শেই অনড় হামাস। ইসরাইলের আধুনিক সমরাস্ত্রে বারবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, কিন্তু থামেনি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে চলা প্রতিরোধ। হামাসের সর্বোচ্চ নেতারা আবারও প্রমাণ করলেন, টাকার বিনিময়ে স্বাধীনতার লড়াই বিক্রি হয় না। ভিডিও দেখুন: https://youtu.be/PChZ_W1B_qk?si=AZKposcJK9G9gD2O

সর্বশেষ

জনপ্রিয়