আগামী ২৬ ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় কিস্তি। গত ২০ সেপ্টেম্বর স্কুইড গেমের নতুন সিজনের একটি স্পেশাল টিজার মুক্তি দিয়েছিলো নেটফিক্স। এবার মুক্তি দিল অফিসিয়াল টিজার। শুক্রবার (১ নভেম্বর) ইউটিউবে মুক্তির পরপরই নেট মাধ্যমে সাড়া জাগিয়েছে ১ মিনিট ৫২ সেকেন্ডের স্কুইড গেম-টু এর টিজারটি। এখন পর্যন্ত ইউটিউবে ১৪ মিলিয়ন ভিউ অর্জন করেছে টিজারটি। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল ভূমিকায় সং জি-হান, যে চরিত্রে আছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি চুং-চে।