সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি
বিজেপির সঙ্গে স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থান নিয়ে বিএসএফ কাঁটাতারের বেড়া ও স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হলেও এ নিয়ে ছড়াচ্ছে উত্তেজনা। নতুন করে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে টানাপোড়েন। ভারতকে গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নিয়ে সংকট নিরসনে উচ্চ পর্যায়ে সমঝোতার পরামর্শ বিশ্লেষকদের।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন। পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকার প্রধান শেখ হাসিনা। টানাপোড়েন শুরু ঢাকা দিল্লী সম্পর্কে।
ছয় মাসে নানা ইস্যুতে দুই দেশের সম্পর্ক ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হলেও বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে নতুন করে সীমান্তে উত্তেজনা শুরু।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই কিলোমিটার এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া, নওগাঁর ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, সিলেটের বিয়ানীবাজারের গোঁজ কাঁটা সীমান্ত এলাকায় দুইশ বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণ বাধা, চলমান উত্তেজনার মধ্যে ভারতের নতুন উস্কানি, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ, একই এলাকায় শুক্রবার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হন। এছাড়াও সীমান্তের বিভিন্ন স্থানে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক সীমানা আইনের লংঘন করে হঠাৎ কেনই বা সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইছে ভারত।
এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম কামাল বলেন, ‘জুলাই বিপ্লবে আমি সরকারের পতনের পর ভারত এটা মেনে সহজভাবে মেনে নিতে পারেনি। তারই একটা হচ্ছে যে এই প্রতিফলন। আন্তর্জাতিক সীমানায় ১৫০ গজ নো ম্যানস ল্যান্ড থেকে ১৫০ গজের ভেতরে কোনও কিছু করা যাবে না। এটা তাদের যেমন প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে একেবারে প্রযোজ্য।’
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে। পতাকা বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও সীমান্তের দুই পারেই এখনও টানটান উত্তেজনা।
শামীম কামাল বলেন, ‘এটা কিন্তু কোনও সুখবর বয়ে আনবে না। বরং সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে। আর দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কূটনৈতিকভাবে এটার যা করার তা বাংলাদেশ করেছে।’
এদিকে, সীমান্ত আপাতত শান্ত অবস্থায় থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। ভারতের সঙ্গে বাংলাদেশের বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা। বাংলাদেশের ৩০টি জেলার সঙ্গে দেশ দুটি ৪১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমানা ভাগাভাগি করে আসছে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি। https://www.youtube.com/watch?si=u41lu2YQBABiZIPa&v=o3EHDAxSZKA&feature=youtu.be
এম হাসান