বুধবার মধ্যরাত। আমির খানের পালি হিলসের বাড়িতে আচমকাই হাজির শাহরুখ খান এবং সালমান খান। বলিউডের খান সাম্রাজ্যের তিন প্রতিনিধি। একে-অপরের দারুণ বন্ধু তাঁরা। দুর্দিনেও পাশে থাকেন। ‘লাল সিং চাড্ডা’র পর আমির খান যখন হতাশায় ডুবে গিয়েছিলেন, সেইসময়েও একরাতে ভোর চারটে অবধি তাঁর সঙ্গে আড্ডা দিয়েছিলেন শাহরুখ-সালমান। বুধবার রাতেও আমিরের বাড়ির দরজায় কিং-সুলতান।