ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ভারতের আধিপত্য কমাতে সব চুক্তি বাতিলের দাবি

প্রকাশিত: ১০:০৯, ১৩ জানুয়ারি ২০২৫

ভারতের আধিপত্য কমাতে সব চুক্তি বাতিলের দাবি

বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার সম্পর্কে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। জাতীয় প্রেসক্লাবে "ভারতের আধিপত্য বিস্তার ও করণীয়" শীর্ষক সেমিনারে তিনি বলেন, "শেখ হাসিনা সরকারের প্রধান অবলম্বন ছিল ভারতের আধিপত্য বিস্তার, এবং ভারতীয় স্বার্থ রক্ষার জন্যই সব চুক্তি করা হয়েছিল।" তিনি আরো বলেন, "আদানী, রামপাল, রূপপুরের মতো চুক্তিগুলো জনগণের জন্য ক্ষতিকর এবং এগুলো বাতিল করা প্রয়োজন।"

অধ্যাপক আনু মোহাম্মদ আরো দাবি করেন, "ভারতের সাথে হওয়া সমস্ত সামরিক ও বেসামরিক চুক্তি জনগণের সামনে প্রকাশ করতে হবে, এবং জনগণের ক্ষতি হয় এমন চুক্তি বাতিল করা উচিত।" 

ভারতের আধিপত্য কমাতে ভুটান ও নেপালের সাথে সম্পর্ক বাড়ানোর পরামর্শ দেন আনু মোহাম্মদ।

আফরোজা

×