নাটকের প্রিয় মুখ সানজিদা কানিজ। অভিনয়ের সানজিদা কানিজের শুরুটা হয়েছিল ২০০৮ সালে। তখন পীরজাদা হারুনের সহযোগিতায় অনুপম আইচের নির্দেশনায় ‘আতঙ্ক’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তবে ২০১২ সালে আরটিভিতে প্রচারিত সেই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বয়রা পরিবার’ ধারাবাহিকই ছিল তার অভিনীত শেষ নাটক। এরপর মাঝখানে এক যুগের বিরতি ছিল।