বিশ্লেষকরা সাবধান করে দিয়েছেন যে, ভারতের একক হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টায় মুসলমানরা নয়, বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন ও উৎখাতকে প্রকৃতি এবং নীতিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান বলে মনে করছেন তারা। এই সংঘাত ভারতের ভৌগোলিক অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে এমন আশঙ্কা রয়েছে এবং এতে পুরো দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত সৃষ্টি হতে পারে।