ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ধর্ম

ধর্ম বিভাগের সব খবর

যথাযোগ্য মর্যাদায় পবিত্র জুমাতুল বিদা পালিত

যথাযোগ্য মর্যাদায় পবিত্র জুমাতুল বিদা পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বড় জামাত অনুষ্ঠান হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনবাসীদের জন্যও আল্লাহর দরবারে দোয়া করা হয়। চোখের পানিতে আল্লাহর রহমত চাইলেন মুসল্লিরা। এর মাধ্যমে (জুমাতুল বিদা) কার্যত বিদায় জানানো হয়েছে পবিত্র মাহে রমজানকে।  শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা যায়, জুমাতুল বিদাকে কেন্দ্র করে প্রখর রোদ উপেক্ষা করে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। উপচেপড়া ভিড়ের কারণে আজানের আগেই লোকে-লোকারণ্য হয়ে যায় অধিকাংশ মসজিদ। এমনকি মসজিদে জায়গা না পেয়ে বাইরের সড়ক পর্যন্ত মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে।  বায়তুল মোকাররম মসজিদে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। ভেতর ও বাইরে ছড়িয়ে মূল সড়কে মুসল্লিরা নামাজ আদায় করেন। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় পুরো মসজিদ। খুতবার আগে নফল নামাজ, তসবি পাঠ, দোয়া এবং কুরআন তেলাওয়াত করে সময় পার করেন মুসল্লিরা।