ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান, যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ঈমানী দায়িত্ব। হজরত মুসা (আ.) এর জবানে মসজিদুল আকসা ও এর আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কুরআনের সূরা আল মায়েদা`র ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, `হে আমার সম্প্রদায়! আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ কর এবং পশ্চাদপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্থ হয়ে প্রত্যাবর্তন করবে`। (সূরা আল মায়েদা, আয়াত ২১)