দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আসায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের মোঃ আসাদ মাতুব্বর (৪০) নামে এক যুবক। তিনি দীর্ঘ দুই বছর লিবিয়ার গেম ঘরে দালাল চক্রের ভয়াবহ অমানবিক নির্যাতন শিকার হয়ে অবশেষে মারা গেছেন বলে অভিযোগে পাওয়া গেছে। নিহত আসাদ মাতুব্বর উপজেলা ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামের আঃ হামিক মাতুব্বরের ছেলে। এদিকে তার মৃত্যুর খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। অপরদিকে পরিবারের একমাত্র অভিভাবকের নিহতের খবরে বাকরুদ্ধ হয়ে গেছে তার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী। আজ শুক্রবার সকালে আসাদ মাতুব্বরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার।