ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

প্রবাস

প্রবাস বিভাগের সব খবর

লিবিয়ার গেমঘরে নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

লিবিয়ার গেমঘরে নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আসায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের মোঃ আসাদ মাতুব্বর (৪০) নামে এক যুবক। তিনি দীর্ঘ দুই বছর লিবিয়ার গেম ঘরে দালাল চক্রের ভয়াবহ অমানবিক নির্যাতন শিকার হয়ে অবশেষে মারা  গেছেন বলে অভিযোগে পাওয়া গেছে। নিহত আসাদ মাতুব্বর উপজেলা ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামের আঃ হামিক মাতুব্বরের ছেলে। এদিকে তার মৃত্যুর খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। অপরদিকে পরিবারের একমাত্র অভিভাবকের নিহতের খবরে বাকরুদ্ধ হয়ে গেছে তার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী। আজ শুক্রবার সকালে আসাদ মাতুব্বরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার। 

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের ফুলিনি এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল আজিজ নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ভোলা জেলার বাসিন্দা। স্থানীয় এক বাংলাদেশী জানিয়েছেন, আব্দুল আজিজ সম্প্রতি সোমালিয়ান এক নাগরিকের দোকানের পাশে একটি দোকান খোলার জন্য ঘর ভাড়া নিয়ে কাজ শুরু করেছিলেন। এ নিয়ে ওই সোমালিয়ান নাগরিকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে সোমালিয়ান নাগরিক স্থানীয় একটি গ্যাং ভাড়া করে আব্দুল আজিজের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা প্রকাশ্যে রাস্তার ওপর গুলি ছুড়ে তাকে হত্যা করে। পুলিশ ঘটনাস্থলে এসে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই নির্মম হত্যাকাণ্ডে শোকাহত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।