ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নামের তালিকা জানুয়ারিতে, থাকছে যাদের নাম 

প্রকাশিত: ১১:৩৫, ১৩ জানুয়ারি ২০২৫

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নামের তালিকা জানুয়ারিতে, থাকছে যাদের নাম 

ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নাম তালিকাভুক্ত করতে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বার্তা জনগণের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতের নাম তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা/জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন/গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বরাবর ৩১/০১/২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

সেখানে রংপুর বিশ্যবিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এবং ঢাকায় নিহত হওয়া সব আহত ও নিহতদের নাম থাকবে। 

গত ২১ ডিসেম্বর তথ্য অধিদপ্তর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের তালিকা চূড়ান্ত করতে কমিটি কাজ করছে। এরই মধ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

জানা গেছে, সেই তালিকায় ৮৫৮ জনকে শহীদ এবং ১১ হাজার ৫৫১ জনকে আহত হিসেবে লিপিবদ্ধ করা হয়।

শিলা ইসলাম

×