সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক মতভেদের জেরে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, সুশান্ত দাস গুপ্ত পলাতক পিনাকী ভট্টাচার্যের পরিবারের ঠিকানা, মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছেন, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।