একটি কক্ষে চেয়ারে বসে টাকা গুনছেন আর বিলিয়ে দিচ্ছেন এক নেতা, তাকে ঘিরে দাঁড়িয়ে ও বসে আছেন প্রায় পঁচিশ-ত্রিশজন যুবক। নেতার সামনে টেবিলে রাখা ১ হাজার, ৫০০, ২০০, ১০০ টাকাসহ খুচরা টাকার অনেকগুলো বান্ডেল। বান্ডেল থেকে টাকা গুনে গুনে তিনি বিলিয়ে দিচ্ছেন সামনে থাকা যুবকদের। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।