ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

স্বাস্থ্য

স্বাস্থ্য বিভাগের সব খবর

শৈশবে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদে সন্তানের স্ট্রোকের ঝুঁকি বাড়ে!

শৈশবে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদে সন্তানের স্ট্রোকের ঝুঁকি বাড়ে!

শৈশবে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা ভবিষ্যতে সন্তানের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, যারা শৈশবে পারিবারিক বিচ্ছেদের সাক্ষী হয়েছেন, বার্ধক্যে তাদের স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। গবেষণায় দেখা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন— এমন প্রতি ৯ জনের ১ জন বার্ধক্যে স্ট্রোকে আক্রান্ত হন। অন্যদিকে, যাদের বাবা-মা একসঙ্গে ছিলেন, তাদের মধ্যে প্রতি ১৫ জনের ১ জন এ সমস্যায় ভোগেন। অর্থাৎ, পারিবারিক বিচ্ছেদের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি ৬১% বেশি। গবেষকরা স্ট্রোকের প্রচলিত ঝুঁকিগুলো যেমন—জীবনযাত্রার ধরন, আর্থ-সামাজিক অবস্থা ও স্বাস্থ্যসংক্রান্ত অন্যান্য কারণ বিবেচনায় নিয়েও একই চিত্র পেয়েছেন।