সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সর্বশেষ
পুরুষদের ৮টি বদ অভ্যাস সাগর পাড়ে তাহসান-রোজার রোমান্স চরিত্র সম্পর্কে উঁচু ধারণা দেয় যেসব আচরণ রোহিঙ্গা ক্যাম্পে অরাজকতা, গ্রেফতার করেও বন্ধ করা যাচ্ছে না অপরাধ শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড পাওয়া গেছে জুলাই-আগস্ট গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের কলরেকর্ড ট্রাইব্যুনালে জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ মেনে নিয়েছে, বিতর্ক থাকতে পারে না গাজায় যুদ্ধবিরতির জরুরি আহ্বান বাইডেনের:নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ লালমনিরহাটে ট্রাক চাপায় ঘুমন্ত নারীর মৃত্যু বাজার হারা‌নো এ্যাপোলো ইস্পাত বি‌নি‌য়োগকারী‌দের মরণফাঁদ আগামী দিনে বিএনপির রাজনীতি হবে জনগণ ও দেশের কল্যাণে: ইশরাক হোসেন শেয়ারবাজ‌রে দেড় ঘণ্টায় ১৭৮ কোম্পা‌নির দর বে‌ড়ে‌ছে মিশিগানে বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের বোর্ড সভা শিশুদের জ্বর হলে করা যাবে না যে ৫ টি ভুল জ্বলছে লস অ্যাঞ্জেলস: প্রকৃতির রোষ মুছে দিয়েছে স্টারডমের জেল্লা ইলন মাস্ককে ‘সত্যিকারের খলনায়ক’ বলে আক্রমণ স্টিভ ব্যাননের দাবানলে লস অ্যাঞ্জেলেসের মৃতের সংখ্যা বেড়ে ২৪ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শেখ হাসিনা উপর প্রথম দুর্নীতির মামলা ঢাকা-দিল্লি সম্পর্ক এখন কেমন? বাংলাদেশে আসলে কী চাইছে ভারত? গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নামের তালিকা জানুয়ারিতে, থাকছে যাদের নাম  ২৪ ঘন্টাই বাচ্চাকে ডায়াপার পরিয়ে রাখছেন!  চিকিৎসাধীন অবস্থায় কর্মীদের নির্দেশ দিলেন খালেদা জিয়া জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে সাধারণ শিক্ষার্থীদের অনশন ভারত কেন সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাচ্ছে? হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙ্গলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর! সায়ান এফ রহমান ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় ‘আড়াই লাখ পাউন্ড’ দান করেন জুলাই অভ্যুত্থানের ৫ম মাসে পা রেখে অভ্যুত্থানকে হাওয়াই মিঠাই লাগে শিকার ধরতে নদীতে উল্টে পা তুলে ডুবে যাওয়ার নাটক কুমিরের আমেরিকায় হানা দিয়েছে ‘র‌্যাবিট ফিভার’

শিকার ধরতে নদীতে উল্টে পা তুলে ডুবে যাওয়ার নাটক কুমিরের

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

শেয়ার

শিকার ধরতে নদীতে উল্টে পা তুলে ডুবে যাওয়ার নাটক কুমিরের
কুমিরের ডুবে যাওয়ার অভিনয়।

পানির উপর ভেসে রয়েছে ছোট্ট একটি হাত। যেন পুরো শরীরটা ডুবে গেছে। হাত উপরে তুলে প্রাণরক্ষার ইঙ্গিত দেওয়া হচ্ছে। স্থানীয়েরা ভেবেছিলেন, মনে হয় কেউ নদীতে ডুবে গেছে। বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন। কিন্তু তৎক্ষণাৎ সতর্ক হয়ে পড়লেন। এ কোনও মানুষের হাত নয়, বরং এটি কুমিরের পা। শিকার ধরার জন্য পানির ভেতর নিজের শরীর উল্টে দিয়ে ডুবে যাওয়ার অভিনয় করছে সে। 

‘ট্রাভলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে, নদীতে কেউ ডুবে যাচ্ছে। কিন্তু আসলে তা নয়। একটি কুমির তার পা তুলে পানিতে ডুবে যাওয়ার নাটক করছে। ঘটনাটি ইন্দোনেশিয়ার বোর্নেয়োর বারিটো নদীর। ইন্দোনেশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী এটি। এই নদীতে বসবাস কুমিরের।

ভিডিওটি দেখে অধিকাংশ কুমির বিশেষজ্ঞের দাবি, শিকার যেন নিজে থেকে কুমিরের কাছে ধরা দেয়, সে কারণেই এমন ফন্দি এঁটেছে কুমিরটি। তাকে বাঁচানোর জন্য কেউ যদি পানিতে ঝাঁপ দেয় তাহলে তার দিকে ধেয়ে যেতে পারবে কুমিরটি। এমনটাই পরিকল্পনা তার। 

এদিকে, ভিডিওটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। একজন লিখেছেন, ‘এতদিন কুমিরের কান্না দেখেছি। এখন কুমিরের নাটকও দেখে নিলাম।’