ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

মিশিগানে বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের বোর্ড সভা

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:৩৭, ১৩ জানুয়ারি ২০২৫

মিশিগানে বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের বোর্ড সভা

কনভেনশন ও নির্বাচনকে ঘিরে মিশিগান বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাসের বোর্ড সভা অনুষ্ঠিত।প্রার্থী হচ্ছেন,কার্টিস হাটেল ও বাংলাদেশী ড.শাহীন।

আসছে কনভেনশন ও নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এমআই-বিএডিসি) বোর্ডের জরুরী  সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ শে ফেব্রুয়ারী মিশিগান ডেমোক্রেটিক পার্টির স্টেইট কনভেনশন ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আর এমন কর্মসূচী সফল করাসহ নানান বিবিধ এজেন্ডা নিয়ে গত শনিবার দুপুরে ওয়ারেন শহরের ঐতিহ্যবাহী আলিফ রেস্টুরেন্টে সভায় মিলিত হন বিএডিসি নেতৃবৃন্দ।সভায় এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদ, বোর্ড অব স্টাস্টি ও বিভিন্ন কনগ্রেশনাল ডিস্ট্রিকের নেতৃবৃন্দ উপস্থিত হন। 

সভায় প্রধান অতিথি'র ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, মিশিগান ডেমোক্রেটিক পার্টির হয়ে আসন্ন নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক স্টেইট সেনেটর কার্টিস হার্টেল। কার্টিস বিগত ২০২৪ সালের নির্বাচনের তার ফলাফল আশানুরূপ না হওয়ায় থেকে এখন দলকে আরো সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলকে নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে কমিউনিটির ইস্যুতে কাজ করবেন বলে ঘোষণা দেন। 

সভায়  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমআইবিএডিসির প্রতিষ্ঠাতা ও মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান ভাইস চেয়ারম্যান ড. শাহীন নাজমুল হাসান। ড.শাহীন সংশ্লিষ্ট আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির হয়ে কার্টিস হার্টেল পরিষদ থেকে গুরুত্বপূর্ন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি এ জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

এমআই-বিএডিসির প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান বাহারের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদেকুর রহমান সুমন ও সেক্রেটারি জেনারেল কাউসার মাশকুরের প্রাণবন্ত সঞ্চালনায় বোর্ড সভায় আসন্ন মিশিগান স্টেইট কনভেনশন ও নির্বাচন ঘিরে আরো সদস্য সংগ্রহ ও নবায়ন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় এম-আই বিএডিসির নেতৃবৃন্দ ড. শাহীন ও কার্টিস হার্টেল পরিষদকে জয়যুক্ত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

 সদাহাস্যজ্বল ব্যক্তিত্ব ড. শাহীনের অক্লান্ত প্রচেষ্টায় আমেরিকার মূল ধারার রাজনীতিতে মিশিগানে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিকে সম্পৃক্ত করার বিশেষ অবদানের জন্য তার ভূয়শী প্রশংসা করা সহ সার্বিক বিষয় গুলো স্মরণ করে দেন নেতৃবৃ্ন্দ । 

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হ্যামট্রামিক সিটি কাউন্সিল'র ও এমআই বিএডিসির প্রাক্তন সভাপতি মুহিত মাহমুদ, বিএডিসির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক কাউন্সিলর নাঈম চৌধুরী, এমআই বিএডিসির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহাম্মেদ, ভাইস প্রেসিডেন্ট বকুল তালুকদার, বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. জাকিরুল হক টুকু, ড. মোহাম্মদ আজিম ও মন্জুর শাফি এলিম, কোষাধ্যক্ষ কাউসার দেওয়ান, এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারী সাব্বির আহাম্মদ, সেক্রেটারী জিয়াউদ্দিন জয়, সেক্রেটারী হাসিব ভুঁইয়া, সেক্রেটারী বাবুল মিয়া, সেক্রেটারী আরিফ নাগর, ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান আজিজ চৌধুরী, সেক্রেটারী দেলোয়ার আনসার, কো: চেয়ারম্যান মোস্তাক চৌধুরী, কো: চেয়ারম্যান আবুল আজাদ, কো: চেয়ারম্যান মো. খালেদ ও কো: চেয়ারম্যান লুৎফর রহমান, উপদেষ্টা চৌধুরী ইবনে কামাল, উপদেষ্টা হাফিজ রহমান, উপদেষ্টা ফখরুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা মানুন খান, উপদেষ্টা মো. শাহজাহান হিটলার, প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারী তোফায়েল রেজা। 

আফরোজা

×