আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলসের বাড়িঘর।
জ্বলছে লস অ্যাঞ্জেলস। প্রকৃতির রোষের সামনে অসহায় বিত্ত-বৈভবও। লস অ্যাঞ্জেলসের দাবানল গিলছে একের পর এক তারকার বাড়ি। হলিউডের তাবড় স্টারদের বাড়ি আগুনে পুড়ে খাঁক। একে একে আগুনের গ্রাসে চলে যাচ্ছে বাড়িঘর, দোকানপাট। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় জ্বলে যাচ্ছে গোটা গাড়ি। পরিস্থিতি এমনই যে, শুধু প্রাণটুকু নিয়ে পালাতে পারছেন বাসিন্দারা।
কাউকে রেয়াত করছে না দাবানল। প্যারিস হিলটন, অ্যাডাম লডি, বিলি ক্রিস্টালের মতো সেলিব্রিটিরা ঘর ছেড়ে পালাচ্ছেন। এখনও পর্যন্ত ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলস এর আশেপাশে কমপক্ষে পাঁচটি জায়গায় এই দাবানল ছড়িয়ে ছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই বাড়ছে। লস এঞ্জেলসের বিধ্বংসী আগুনের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে ইতোমধ্যেই।
লস অ্যাঞ্জেলেস শহর জুড়ে এখন শুধুই হাহাকার পরিস্থিতি। আগুন যেভাবে ছড়িয়েছে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
বাড়ি গাড়ির স্বজন হারিয়ে থমকে গিয়েছে সেখানকার জনজীবন। তারকা থেকে সাধারণ মানুষ একই হোটেলের ছাদের নীচে মাথা গুঁজতে বাধ্য হয়েছেন সকলেই। প্রকৃতির রোষ মুছে দিয়েছে স্টারডমের জেল্লা। শুধু আগুনের লেলিহান শিখা নয়, দাবানলের ছাই ও ধোঁয়া যেভাবে বিস্তীর্ণ এলাকা ঢেকে ফেলেছে তাতে অসুস্থ হয়ে পড়েছেন আশপাশের এলাকার মানুষ। ফলে তারাও বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
এদিকে, হেলিকপ্টার থেকে পানি ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন প্রশাসন। কিন্তু শুকনা আবহাওয়ার কারণে এলাকার জলাশয়গুলোতেও পানি কম। ফলে চ্যালেঞ্জ আরো বেশি।
সূত্র: এইসময়। https://www.youtube.com/watch?v=nieEL2fUXgA
এম হাসান