মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সর্বশেষ
যত চুমুর দাগ, ততই মোটা বেতন! চাকরিতে অগ্রাধিকার পুরুষদের দুয়ার সার্ভিসেসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত মেয়াদ শেষে মোবাইল ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ বিচ্ছেদ হলো হাসিনা-পুত্র জয়ের ফর্মুলা দুধে শিশুর যে বিপদ! বাঁশঝাড়ে গৃহবধূর মহাকাণ্ড, শাড়ি চেয়ে তোলপাড় ভারত নয় এবার চাল আমদানি হবে পাকিস্তান থেকে! ১০ ট্রাক অস্ত্র মামলা: বাবরের খালাস, পরেশ বড়ুয়াসহ ৫ জনের সাজা খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর  কিছু দলের নেতাদের সংবিধান প্রীতি বেড়েছে : হাসনাত আব্দুল্লাহ শাটডাউনে জবিতে বন্ধ ক্লাস-পরীক্ষা জাতীয় সংসদে আসছে বড় পরিবর্তন: দ্বিকক্ষ ব্যবস্থা চালুর সুপারিশ তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে আ. লীগের মতো পরিণতি হবে: হাসনাত বাণিজ্য মেলায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ রাসূল (সা.) যেভাবে খাবার খেতেন মিনিট ও ডাটা ইস্যুতে মোবাইল অপারেটরগুলোকে আইনি নোটিশ ভারতের দাদাগিরি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা  জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর  ব্রয়লার মুরগিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি, সময় এলো বয়কটের  কী ছিল শেষ ভাষণে উম্মতের প্রতি রাসূল (সা.) এর সর্বশেষ নির্দেশনা  যুদ্ধের প্রস্তুতি চীনের, রেড অ্যালার্ট মোডে ভারতীয় সেনারা নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি ২১ জানুয়ারী আমি খুব ভালো একজন গৃহিণী হতাম জরায়ুতে সিস্ট কেন হয় ? বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান ফ্যাসিজমের সবচেয়ে বেশি আক্রান্ত বিএনপি- জামায়াত: মির্জা ফখরুল  মশার কামড়ে সামান্থা অসুস্থ, জয়েন্টে জয়েন্টে ব্যথা শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা    স্বামীকে পিটিয়ে গৃহবধূর শ্লীলতাহানি, অভিযুক্ত ছাত্রদল নেতা

বাংলাদেশের দুর্ভাগ্য, কোন মুসলিম প্রতিবেশী নেই: এম এ হক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১৮ এএম

শেয়ার

বাংলাদেশের দুর্ভাগ্য, কোন মুসলিম প্রতিবেশী নেই: এম এ হক
ছবি: সংগৃহীত

দেশের একটি গণমাধ্যমে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে জেগে উঠেছে নিজেদের দেশ প্রেম প্রমাণ করছে তা নিয়ে কথা বলেন এম এ হক।

তিনি বলেন, 'আমরা এক দিক দিয়ে খুবই সৌভাগ্যবান। আমরা বুঝতে পারি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কলকাঠি কারা নাড়াচ্ছে। আর দুর্ভাগ্য হল এমন একটি দেশ বাংলাদেশ যে দেশের কোন মুসলিম প্রতিবেশী দেশ নেই।' 

দেশের ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন, '১৯৪৭ সালের বাংলাদেশের এই অঞ্চলটি ইস্ট বেঙ্গল নামে পরিচিত ছিল। ৫১ সাল পর্যন্ত ইস্ট বেঙ্গল নামেই ছিল। পরবর্তীতে পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিতি পায়।' 

দেশের মানচিত্রের কথা তুলে বলেন, 'এই যে বাংলাদেশের ম্যাপ এই ম্যাপটাই তো তৈরি করেছিল ভারতীয়রা। তারা এমনভাবে বাংলাদেশের মানচিত্র টা তৈরি করেছে যাতে দীর্ঘ মেয়াদে বাংলাদেশ টিকে থাকতে না পারে।'

তিনি আরও বলেন, 'পূর্ব বাংলার সাথে থাকার কথা ছিল আসাম এবং করিমগঞ্জ। কিন্তু আমাদের মানচিত্রটাকে এমন ভাবে ত্যাড়া ব্যাকা করে তৈরি করেছে। আমাদের বঞ্চিত করা হয়েছে। এমন ভাবে মানচিত্র তৈরি করা হয়েছে যাতে এই দেশটার স্থায়িত্ব না থাকে।' 

এছাড়া তিনি বলেন, 'তৎকালীন আমাদের এমন কোন নেতা ছিল না যে এই বিষয়টা নিয়ে বাক-বিতণ্ডা তৈরি করবে। ইস্ট বেঙ্গল থাকাকালীন ইন্ডিয়ার বিএসএফ বাহিনী এই দেশ থেকে দূরে থাকতেন। তারা ভয়ে থাকতেন। কিন্তু বৈদেশিক নীতি বলেন আর দেশের দালাল সরকারি বলেন ভারতের অর্থায়নে ভারতের লালিত পালিত পশুত্ব বা দাসত্ববরণ করে তারা বারবার মেনে নিয়েছিল। সম্পর্ক রক্ষা নামে দাসত্ব তৈরি হয়েছিল।' 
 
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রসংশা করে বলেন, 'এমন ঘটনার পরেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সাহসের পরিচয় দিয়েছে বারবার।' 
 
তিনি আরও বলেন, 'কিন্তু ফ্যাসিস্ট সরকার আমলে যখন আমরা পরাধীন ছিলাম বাংলাদেশ ভারতে কোন বর্ডার ছিল না। ফ্রি আসা,যাওয়া, খাওয়া চলতেই থাকতো। দেশের সব কিছু লুটতরাজ করে আনন্দ করার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। এমনকি বিনা ভিসা ইন্ডিয়া চলে যেত।' 

ভারতের প্রসঙ্গে বলেন, 'এইযে ভারতীয় প্রতিপক্ষের এমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল সেই অভ্যাস এখনো যায়নি। সেই আগের অভ্যাসে যখন তারা কাজ চালানো শুরু করেছে তখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। আঙ্গুল তুলে কথা বলছে বিএসএফের সঙ্গে। মুখ তুলে কথা বলেছে।' 

তিনি আরও বলেন, 'ভারতীয় অফিসারদের সঙ্গে কথা বলেন আমাদের লিডাররা। দুঃসাহসের পরিচয় দিচ্ছেন। শুধু আমাদের সীমান্ত রক্ষী বাহিনী না দেশের সাধারণ জনগণ, যারা লেখাপড়াও জানে না তারাও রুখে দাঁড়িয়েছে দা বটি কাছি নিয়ে।' 

প্রসঙ্গত, গত সপ্তাহে সীমান্তের কিছু জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিএসএফের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ রাখে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=vDoTplG7zqo