ছবি: সংগৃহিত।
সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে। এই প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে থাকবে ৪০০ আসন, যার মধ্যে ১০০টি আসন সরাসরি ভোটে নির্বাচিত নারীদের জন্য সংরক্ষিত হবে। উচ্চকক্ষে থাকবে ১০৫টি আসন, যেখানে ১০০টি আসনে নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে এবং ৫টি আসনে রাষ্ট্রপতি সরাসরি মনোনয়ন দেবেন।
কমিশনের খসড়া প্রস্তাব অনুযায়ী, ক্ষমতার ভারসাম্য আনা, একনায়কতন্ত্র প্রতিরোধ এবং নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতা নির্ধারণ, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন, এবং সংবিধানের মূলনীতি পুনর্বিন্যাসের সুপারিশ করা হবে।
আগামীকাল (বুধবার) কমিশন তাদের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেবে। সংবিধান সংস্কার ছাড়াও নির্বাচন, দুর্নীতি দমন, ও প্রশাসন ব্যবস্থায় সংস্কারের সুপারিশ জমা দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এই সুপারিশ বাস্তবায়ন হলে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসবে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করাই হবে বড় চ্যালেঞ্জ।
সায়মা ইসলাম