বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

সর্বশেষ
ডান কাঁধে ঘুমানোর উপকারিতা ব্রেন্টফোর্ডকে উড়িয়ে দুইয়ে ফিরল আর্সেনাল চিনি-পাম তেলে স্বস্তির খবর, বাড়ছে গমের দাম পিতার আছাড়ে শিশু পুত্রের মৃত্যু জামিন মেলেনি ব্যারিস্টার সুমনের নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধান জানুয়ারিতে পাঁচ দফা শৈত্যপ্রবাহের আভাস মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা যেই হিসাব দেব আপনারা লজ্জা পাবেন নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন “অবদানে শীর্ষে, প্রাপ্তিতে শূন্য” প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের ভূমিকা রয়েছে ছাত্ররা পার্টি ঘোষণা করুক, ঢাকার বাইরেও যেতে পারবে না: এম এ আজিজ ইসির ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন আর্থিক সাফল্যের জন্য চাণক্যর ৫  উপদেশ ভারত ও আওয়ামী লীগের চাপেই দেশ ছাড়েন আজহারী? হ্যাকারদের ভয়ে ফেসবুক বন্ধ রেখেছেন আসিফ-হাসনাত-সারজিসরা সেনাবাহিনীতে অবৈধ হস্তক্ষেপ করতেন হাসিনার আত্মীয় তারিক সিদ্দিক: এম এ হক জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের হেলথকার্ড বিতরণ বয়স বাড়ার সঙ্গে ত্যাগ করতে হয় যেসব অভ্যাস আপনার মনকে কীভাবে গড়বেন? কেন ক্ষমা চাইলেন মিজানুর রহমান আজহারী? জানা গেল পবিত্র শবে মেরাজের তারিখ দিনমজুরকে পিটিয়ে হত্যা নেতৃত্ব বিকাশের জন্য ২০২৫ সালে যে পরিকল্পনা প্রয়োজন পর্যটকে মুখরিত সুন্দরবন নববর্ষ উপলক্ষে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল আপনার সেরা সংস্করণে পরিণত হওয়ার ১০টি উপায়! খুলনা জেলায় ৩২ লাখ বইয়ের ঘাটতি চাঁদপুরে তারুণ্যের উৎসব উদ্বোধন গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা দিল সোনালী ব্যাংক

প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ০৬:০৫ পিএম

শেয়ার

জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা দিল সোনালী ব্যাংক
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান

সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাংকের বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের (অবসরপ্রাপ্ত) সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মুরশেদুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিমসহ ব্যাংকের জেনারেল ম্যানেজার, নির্বাহী ও সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা।


সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান বলেন, সোনালী ব্যাংকে প্রায় হাজারের মতো মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী ছিলেন, যা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নেই। জাতির এই সূর্য সন্তানেরা সোনালী ব্যাংককে এগিয়ে নিতে সবসময় পাশে থেকেছেন। তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ আজ জাতির পিতার শোক দিবসের আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হলো।


তিনি বলেন, জাতির পিতার নিজেই এই সোনালী ব্যাংকের নামকরণ করেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে আহ্বান জানান। যাতে ক্ষুধা, দারিদ্রমুক্ত, শোষণহীন ও গতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা যায়। 


তিনি আরো বলেন, সোনালী ব্যাংকে তাঁর সময়কালে ব্যাংকটিকে একটি আধুনিক ও গতিশীল ব্যাংক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। আজ ৩৯৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করতে পারায় তিনি নিজেকেও ভাগ্যবান মনে করেন। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্ট নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
 


চিনি-পাম তেলে স্বস্তির খবর, বাড়ছে গমের দাম

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০৫:১১ এএম

শেয়ার

চিনি-পাম তেলে স্বস্তির খবর, বাড়ছে গমের দাম
চিনি, পাম তেল, গম

চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিশ্ববাজারে লাগাতার কমবে অপরিশোধিত পাম তেলের দাম। এমন তথ্য দিচ্ছে মালয়েশিয়ার পুঁজিবাজার বুশরা মালয়েশিয়া। ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন জানাচ্ছে, নিম্নমুখী প্রবণতায় রয়েছে চিনির দাম। তবে ট্রেডিং ইকনোমিকস জানাচ্ছে, বিশ্ববাজারে আবারও বাড়ছে গমের দাম।
 
দেশের বাজার চাহিদা মেটাতে যে সব পণ্য আমদানি করা হয়, বছরজুড়ে সেই তালিকার প্রথম দিকে থাকে পাম ও সয়াবিন তেল। এই দুই ভোজ্যতেলের মধ্যে আবার পামতেলের জোগান প্রায় ৭০ শতাংশ। মূলত সরাসরি খাদ্য প্রক্রিয়া, শিল্পের কাঁচামাল ও দাম কম হওয়ায় এর চাহিদা বেশি। নতুন বছরের শুরুতে সুখবর দিচ্ছে এই ভোজ্যতেলের বিশ্ববাজার।

পণ্য লেনদেনের কমোডিটি এক্সচেঞ্জ বুশরা মালয়েশিয়া ডেরিভেটিভসের তথ্য, ২০২৫ সালের প্রথম মাস, জানুয়ারিতে সরবরাহ করতে হবে; এমন চাহিদার প্রতিমেট্রিক টন পামতেল বর্তমানে বেচাকেনা হচ্ছে ৪৮৬৩ মালয়েশিয়ান রিঙ্গিত বা ১০৮৪.৪৫ মার্কিন ডলারে। চলতি বছরের প্রথম প্রান্তিকের শেষ মাস- মার্চে সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়া প্রতি মেট্রিক টন পামতেলের দাম পড়ছে ৯৯১ ডলার।
 
বুশরার তথ্য, কমতির এই ধারা অব্যাহত রয়েছে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত। আগস্টে সরবরাহ করতে হবে এমন চাহিদার প্রতি মেট্রিক টন পাম তেল ৯১০.৯৬ ডলারের কেনা-বেচা হচ্ছে। এর পরের মাস থেকে রয়েছে ওঠানামার মধ্যে। চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে সরবরাহ করতে হবে এমন চাহিদার প্রতি মেট্রিক টন পামতেল বেচাকেনা হচ্ছে ৯১২ ডলারে।
 
চিনির বিশ্ববাজারও দিচ্ছে সুখবর। ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের দৈনিক হালনাগাদ তথ্য, সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসের ৩ তারিখে বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন যে চিনি কেনা-বেচা হয়েছে ৫৫২.৪০ মার্কিন ডলারে, লাগাতার কমতে কমতে সেই চিনি ৩০ ডিসেম্বর এসে বিক্রি হয়েছে ৫০৪ দশমিক পাঁচ শূন্য ডলার পার মেট্রিক টন হিসাবে। অর্থাৎ এ ২৭ দিনে এই পণ্যের দাম প্রতি মেট্রিক টনে কমেছে প্রায় ৪৮ ডলার।
 
এদিকে দাম ওঠানামায় ২০২৪ সাল জুড়ে বেশ অস্থিরতা দেখা গেছে গমের বিশ্ববাজার। তবে বছরের শেষ কয়েক দিন, ২৫ ডিসেম্বর থেকে লাগাতার দাম বাড়ছে এই পণ্যটির। ৩১ ডিসেম্বর বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন গম বেচাকেনা হয়েছে ৫৪৯.৭৫ ডলারে। সদ্য সমাপ্ত বছরে এই পণ্যটির দাম ছিল সর্বোচ্চ ২৪ মে, ৭১৫ ডলার পার মেট্রিক টন। সেই হিসাবে, গত বছরের শেষ দিকে এসে প্রতি মেট্রিক টন গমের দাম বিশ্ববাজারে কমেছে ১৬৪ ডলার।


সামিট পাওয়ার লিমিটেডের নতুন এমডি ড. মনিরুল ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম

শেয়ার

সামিট পাওয়ার লিমিটেডের নতুন এমডি ড. মনিরুল ইসলাম

মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ (এনডিসি, পিএসসি, পিএইচডি) সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) থেকে তিনি এ পদে যোগদান করেছেন।

 

জেনারেল আখন্দ ১৯৮৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন। এছাড়া তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কমান্ড, স্টাফ এবং নির্দেশনামূলক কার্যক্রমের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছেন, পদাতিক কোম্পানি, ব্যাটালিয়ন এবং ব্রিগেড কমান্ড করার পাশাপাশি তিনি ডিরেক্টর ওভারসিজ অপারেশনস/এএইচকিউ, ডিজি ইন্টেলিজেন্স/এএফডি, কলেজ সেক্রেটারি/এনডিসি ইত্যাদি পদেও দায়িত্ব পালন করেছেন।

তিনি সাবেক যুগোস্লাভিয়া ও  লাইবেরিয়ায় দুটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (USCENTCOM) সদর দপ্তরে দুই বছরের বেশি সময় কর্মরত ছিলেন। ড. আখন্দ নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক। তিনি তুরস্ক, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে অসংখ্য কোর্স ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

সামিট পাওয়ারে যোগদানের আগে তিনি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (এসইএল) নির্বাহী পরিচালক ছিলেন।

তিনি কাজের স্বীকৃতি স্বরুপ একাধিক সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি থেকে বেস্ট অল-রাউন্ড ক্যাডেট হিসেবে সম্মানজনক ‘সোর্ড অব অনার’, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে প্রশংসনীয় অবদানের জন্য জয়েন্ট সার্ভিস কমেনডেশন মেডেলসহ  জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কাউন্টার-ইন্সারজেন্সি অপারেশন মেডেল।

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে তিনি পিএইডি ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে এমএসসি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা থেকে এমবিএ এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেছেন। ড. আখন্দ বাংলা, ইংরেজি ও তুর্কি ভাষায় পারদর্শী। তিনি বিস্তৃত পরিসরে এখন পর্যন্ত অফিশিয়াল ও ব্যক্তিগত কাজে ৬২টি দেশে ভ্রমণ করেছেন।

তার পূর্বসূরি, ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন, সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং বর্তমানে তিনি সামিট পাওয়ার লিমিটেডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১১ সালে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি) থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর মোজাম্মেল হোসেন সামিট গ্রুপে যোগ দেন। বাংলাদেশে বিদ্যুৎখাতে অনন্য অবদানের জন্য ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

 

এক নজরে সামিট পাওয়ার লিমিটেড: 

সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি) এবং শেয়ারবাজারের তালিকাভুক্ত AAA রেটেড কোম্পানি। সামিট পাওয়ার লিমিটেড বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে এবং বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো উন্নয়কারী প্রতিষ্ঠান সামিটের গ্রুপের অধীনে পরিচালিত একটি কোম্পানি। সামিট পাওয়ার লিমিটেড  ২০০৫ সালে ঢাকা ও  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর থেকে নিয়মিত লভ্যাংশ ঘোষণা করে আসছে। ২০১৩ সাল থেকে টানা পাঁচবার সামিট বাংলাদেশ সরকারের কাছ থেকে সেরা বিদ্যুৎকেন্দ্রের পুরস্কার পেয়েছে।


নববর্ষে  ভারতীয়দের সবচেয়ে বেশি অর্ডার করা পন্য যেগুলো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার

নববর্ষে  ভারতীয়দের সবচেয়ে বেশি অর্ডার করা পন্য যেগুলো

 নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠেছিল বিশ্ববাসী। আর উদযাপনে পন্য অর্ডারে মেতে উঠেছিল ভারতবাসী। সারারাতে ভারতীয়রা কিছু পন্য সবচেয়ে বেশি অর্ডার করেছেন। এমনকি গভীর রাতেও অর্ডার করেছেন। 

দেশটিতে নববর্ষের রাতে বেড়েছে অনলাইনে পণ্য অর্ডারের হার। ভারতীয়রা গভীর রাতেও নানা পণ্য অর্ডার করেছেন। বর্ষবরণের রাতে পার্টি হবে না আর তাতে স্ন্যাকস থাকবে না তা তো হবে না। তবে এর পাশাপাশি  অন্যতম ছিল- আঙুর, চিপস, কেক ও কোকের মতো পণ্য।

এনডিটিভির প্রতিবেদনে অনুযায়ী- ইন্সটামার্ট, ব্লিঙ্কিট, বিগবাস্কেট এবং অন্যান্য ই-কমার্স সাইটে ভারতীয়রা ব্যাপক অর্ডার করেছেন। পণ্য অর্ডারে তাদের কোনো সংকোচ ছিল না। গভীর রাতেও ডেলিভারি ম্যান গ্রাহকের কাছে পন্য পৌঁছে দিয়েছেন। তবে যার মধ্যে বিক্রির শীর্ষে ছিল কনডম।

আবার বছরের শেষ দিনে আঙুর অর্ডার ছিল বিস্ময়কর। এছাড়াও আরও অনেক পন্য অর্ডারের তালিকায় আছে। বেড়েছে বিক্রির পরিমানও। 

বিগবাস্কেটের কোম্পানিটির দেয়া তথ্য মতে, নন-অ্যালকোহলযুক্ত পানীয়ের বিক্রি ৫৫২ শতাংশ এবং ডিসপোজেবল কাপ এবং প্লেটের বিক্রি ৩২৫ শতাংশ বেড়েছে। তেমনি অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রিও ২০০ শতাংশ বেড়েছে। 


বছ‌রের প্রথম দি‌নে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

অর্থনৈ‌তিক রি‌পোর্টার

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

শেয়ার

বছ‌রের প্রথম দি‌নে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন
শেয়ারবাজার লেনদেন

নতুন বছ‌রের প্রথম দি‌নে  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ১৭০ কোটি টাকা।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৩৯ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৮ ও ১৯৪৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩ কোম্পানির শেয়ারদর।


ব্যাংক ঋণ পরিশোধে তিন মাসের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম

শেয়ার

ব্যাংক ঋণ পরিশোধে তিন মাসের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর জন্য ঋণ পরিশোধের সময়সীমা তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ প্রথম ধাপে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে এগুলো। বাংলাদেশ ব্যাংক গত ২২ সেপ্টেম্বর পাঁচটি দুর্বল ব্যাংককে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে সবল ব্যাংক থেকে ধার নেওয়ার গ্যারান্টি দেয়। এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।

এই পাঁচটি ব্যাংক প্রথম ধাপে সবল ব্যাংক থেকে ৯০০ কোটি টাকার গ্যারান্টি পায় এবং শর্ত ছিল তিন মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। তবে, তিন মাস পার হলেও তারা পরিশোধ করতে ব্যর্থ হয়, যার কারণে বাংলাদেশ ব্যাংক ঋণ পরিশোধের সময়সীমা আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি নিয়ে সাতটি ব্যাংক ৭ হাজার ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, যার ঋণের পরিমাণ ২ হাজার ৩৯৫ কোটি টাকা।