ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বজ্রপাতের সময় কীভাবে নিরাপদ থাকবেন?

প্রকাশিত: ১৯:৫৪, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫৬, ৩০ এপ্রিল ২০২৫

বজ্রপাতের সময় কীভাবে নিরাপদ থাকবেন?

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রতি বছরই বজ্রপাতের ফলে বহু মানুষ আহত ও নিহত হন। একটু সচেতনতা ও সতর্কতা বজায় রাখলে এই প্রাণহানির সংখ্যা অনেকটাই কমানো সম্ভব। নিচে বজ্রপাতের সময় নিরাপদ থাকার কিছু জরুরি নির্দেশনা দেওয়া হলো।

বজ্রপাতের সময় বাইরে থাকলে করণীয়:

১. বিদ্যুৎ চমকাতে দেখলে সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয় নিন।

২. উঁচু ও বিচ্ছিন্ন গাছের নিচে দাঁড়াবেন না।

৩. বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি দাঁড়ানো থেকে বিরত থাকুন।

৪. ছাতা ব্যবহার করবেন না—ছাতা বজ্রপাতের সময় ঝুঁকিপূর্ণ।

৫. বজ্রপাতের সময় বড় কোনো ভবনের নিচে আশ্রয় নিন।

৬. দুর্বল কাঠামো এড়িয়ে চলুন—সেতু বা অন্য কোনো মজবুত অবকাঠামোর নিচে দাঁড়ান।

৭. ছাদযুক্ত গাড়ির ভেতরে আশ্রয় নিন।

 

বজ্রপাতের সময় ঘরে থাকলে করণীয়:

১. শেষ বজ্রের শব্দ শোনার অন্তত ৩০ মিনিট পর পর্যন্ত ঘরের ভেতরেই থাকুন।

২. বারান্দা, জানালা বা দরজার আশপাশে যাবেন না।

৩. ল্যাপটপ বা টেলিফোনের মতো ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন।

৪. শাওয়ার বা বেসিন ব্যবহার করবেন না—এই পথে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে।

 

বজ্রপাতের সময় নিরাপদ অবস্থান:

১. হাঁটু গেড়ে নিচু হয়ে বসুন।

২. দুই পায়ের গোড়ালি একসাথে রাখুন।

৩. হাত দিয়ে কান ঢেকে রাখুন।

৪. মাথা নিচু করে রাখুন।

৫. কখনোই মাটিতে শুয়ে পড়বেন না।

 

সূত্র: https://www.facebook.com/share/v/1BbyqpYHeu/

আবীর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার