
ছবি সংগৃহীত
দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী, কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, এই ধরনের ঝড়-বৃষ্টির ফলে নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। তাই স্থানীয় প্রশাসন ও নৌযাত্রীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এপ্রিল মাসে মৌসুমি লঘুচাপ ও কালবৈশাখীর প্রবণতা বেড়ে যায়, যা আকস্মিক দমকা হাওয়াসহ বৃষ্টি নিয়ে আসে। ফলে আবহাওয়ার খবরে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এসএফ