ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঈদের দিন তাপপ্রবাহের শঙ্কা, বৃষ্টির সম্ভাবনা নেই

প্রকাশিত: ০৯:২৫, ৩০ মার্চ ২০২৫

ঈদের দিন তাপপ্রবাহের শঙ্কা, বৃষ্টির সম্ভাবনা নেই

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা এমনই থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। ফলে এবারের ঈদুল ফিতর কাটতে পারে তাপপ্রবাহের মাঝেই।

চাঁদ দেখা সাপেক্ষে ২৯টি রোজা হলে ঈদ উদযাপিত হবে সোমবার, আর ৩০টি রোজা হলে ঈদ হবে মঙ্গলবার। দুই ক্ষেত্রেই আবহাওয়া থাকবে তুলনামূলক গরম। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশে তাপপ্রবাহ বিরাজ করতে পারে, তবে গরমের তীব্রতা কিছুটা কম থাকতে পারে।

চলতি মাসে রাজধানীসহ বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এরপর দেশের অনেক স্থানে মেঘলা আকাশ দেখা দেয় এবং রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়। উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চলে হয় তুলনামূলক বেশি বৃষ্টি। এরপর তাপমাত্রা কিছুটা কমলেও সপ্তাহের শুরু থেকে তা আবার বাড়তে থাকে। সর্বশেষ বুধবার পর্যন্ত দেশের অন্তত সাত জেলায় মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হয়েছে।

রাজু

×