
ছবিঃ সংগৃহীত
সারা দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের শঙ্কা করা হচ্ছে। এই তথ্য বৃহস্পতিবার (২০ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
কালবৈশাখী ঝড়ের সম্ভাব্য গতিপথ
তার পোস্ট অনুযায়ী, ২২ ও ২৩ মার্চ পুরো দেশের ওপর দিয়ে প্রবল কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
বিশেষ করে ২৩ মার্চ, ঝড়টি তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ দিয়ে দেশ ছাড়তে পারে।
এই ঝড়ের কবলে ঢাকা শহরও পড়বে, যেখানে তীব্র বজ্রপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বজ্রপাতের ঝুঁকি, বাড়তি সতর্কতার আহ্বান
আবহাওয়াবিদের মতে, এই ঝড়ের সময় বজ্রপাতের কারণে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কতা ও করণীয়
- খোলা জায়গায় না থাকা
- নিরাপদ আশ্রয়ে থাকা
- বৈদ্যুতিক সংযোগ ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্ক থাকা
- কৃষকদের ফসল ও গবাদিপশুর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দেশের বিভিন্ন স্থানে প্রবল শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে।
সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে এবং নিয়মিত আবহাওয়ার আপডেটের ওপর নজর রাখতে বলা হয়েছে।
ইমরান