ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মধ্য রমজানে রক্তাক্ত চাঁদ দেখলো বিশ্ব!

প্রকাশিত: ০৩:১৭, ১৬ মার্চ ২০২৫

মধ্য রমজানে রক্তাক্ত চাঁদ দেখলো বিশ্ব!

ছবি: সংগৃহীত।

১৪ মার্চ, শুক্রবার রাতে বিশ্ববাসী এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো। আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে আকাশে চাঁদকে রক্তের মতো লাল দেখা যায়। এ ঘটনাকে বলা হয় "ব্লাড মুন" বা "রক্তচাঁদ"।

প্রাচীন মায়ান, ইনকা সভ্যতা, চীনা সংস্কৃতি এবং ভারতীয় উপমহাদেশের পুরনো সংস্কৃতিতে এই ঘটনাকে অশুভ সংকেত হিসেবে ধরা হতো। বিশেষ করে, পবিত্র রমজানের মাঝামাঝি সময়ে ব্লাড মুন দেখা যাওয়ায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

১৪ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণের দিন ছিল। এ সময় পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে ফেলে, যার ফলে চাঁদ ধীরে ধীরে লাল রঙ ধারণ করে। উত্তর আমেরিকার বাসিন্দারা এই দৃশ্য উপভোগ করেন, যা প্রায় ৬৬ মিনিট স্থায়ী ছিল।

প্রাচীন বিশ্বাস অনুযায়ী, চাঁদ লাল হওয়া মানেই পৃথিবীর ওপর ঘোর বিপদ নেমে আসা। এমনকি বাইবেলের ব্যাখ্যায় এটিকে "বিচার দিবসের নিদর্শন" হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আধুনিক বিজ্ঞান স্পষ্ট করে বলেছে যে, ব্লাড মুন কোনো অলৌকিক ঘটনা নয়, এটি সম্পূর্ণ স্বাভাবিক এক মহাজাগতিক প্রক্রিয়া।

পূর্ণ চন্দ্রগ্রহণের সময়, চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। তখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসায় সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে প্রতিসরিত করে, যার ফলে অন্য রঙগুলো ছড়িয়ে পড়ে এবং লাল আলো চাঁদের ওপর পড়ে। তাই চাঁদকে লাল দেখায়, যা "ব্লাড মুন" নামে পরিচিত।

১৪ মার্চের ব্লাড মুন বাংলাদেশ থেকে দেখা যায়নি, কারণ তখন এখানে দিন ছিল। তবে গবেষকরা জানিয়েছেন, চলতি বছরের ৭-৮ সেপ্টেম্বর আরও একটি ব্লাড মুন ঘটবে, যা বাংলাদেশ থেকেও দেখা যাবে।

ব্লাড মুন খালি চোখেই দেখা যায়, তবে ভালো মানের দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে এ মহাজাগতিক দৃশ্য আরও স্পষ্টভাবে উপভোগ করা যাবে।

ইসলামের দৃষ্টিকোণ থেকেও চন্দ্র ও সূর্যের গ্রহণকে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। মহানবী (সা.) বলেছেন—

"চাঁদ ও সূর্যের গ্রহণ কারও জন্ম বা মৃত্যুর জন্য হয় না। বরং এগুলো আল্লাহর নিদর্শন। তাই যখন এগুলো দেখবে, তখন ইবাদতে মনোনিবেশ করো।"

তাই ভয় পাওয়ার কিছু নেই, বরং এ ধরনের মহাজাগতিক ঘটনা আমাদের সৃষ্টির অপার রহস্যের দিকে নতুন করে ভাবতে শেখায়।       

নুসরাত

×