ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বায়ু নয় যেন বিষ, ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

প্রকাশিত: ১০:১৫, ৭ মার্চ ২০২৫; আপডেট: ১০:১৬, ৭ মার্চ ২০২৫

বায়ু নয় যেন বিষ, ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ছবি: সংগৃহীত

বায়ুদূষণের মাত্রা বাড়তে থাকায় আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। শুক্রবার সকাল ৮:৪৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক মানদণ্ড প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ঢাকার স্কোর ১৬৩, যা শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর।

সবচেয়ে দূষিত এলাকা-
আজকের তালিকায় ঢাকার সবচেয়ে দূষিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে বেচারাম দেউরি ও ঢাকার মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকা, যেখানে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া ইস্টার্ন হাউজিং, মাদানি সরণির বেজ এজওয়াটার এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

আজকের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি ও মুম্বাই। বিশেষ করে লাহোর ও দিল্লির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
 

কানন

×