ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

শ্বাসরুদ্ধকর ঢাকা: বায়ুদূষণে বিশ্বসেরা শহর আবারও ঢাকা

প্রকাশিত: ০৯:৩০, ৩ মার্চ ২০২৫

শ্বাসরুদ্ধকর ঢাকা: বায়ুদূষণে বিশ্বসেরা শহর আবারও ঢাকা

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও রয়েছে বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই অবস্থান করছে রাজধানী ঢাকা।

সোমবার (৩ মার্চ) সকালে শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে ২৩৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।

একই সময়ে ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। এছাড়া ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, আর ১৬৩ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর।

বিশেষজ্ঞদের মতে, নির্মাণকাজের ধুলা, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার বর্জ্য ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ। দূষণ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রাজু

×