ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বেইজিং প্রথম, ঢাকা দ্বিতীয়—বায়ুদূষণের রেড অ্যালার্ট

প্রকাশিত: ০৯:৪৮, ১ মার্চ ২০২৫

বেইজিং প্রথম, ঢাকা দ্বিতীয়—বায়ুদূষণের রেড অ্যালার্ট

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে রয়েছে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। শনিবার (১ মার্চ) সকালেও শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, ২২৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে ২৩৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে চীনের রাজধানী বেইজিং। এছাড়া, ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, ১৮২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ইরাকের রাজধানী বাগদাদ এবং ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

বায়ুদূষণ মাত্রা ও স্বাস্থ্যঝুঁকি
বাতাসের মান সূচক (AQI - Air Quality Index) অনুযায়ী:
✔ ০-৫০: ভালো
✔ ৫১-১০০: সহনীয়
✔ ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
✔ ১৫১-২০০: অস্বাস্থ্যকর
✔ ২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর
✔ ৩০১-৪০০: ঝুঁকিপূর্ণ

২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অবস্থায় বিশেষজ্ঞরা ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়ে থাকেন। ৩০১-এর ওপরে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হয়ে ওঠে, যা শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞদের পরামর্শ
বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা
অপ্রয়োজনে বাইরের কার্যক্রম সীমিত রাখা
বায়ুদূষণ কমাতে গাছ লাগানো ও শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ করা

বায়ুদূষণের এই সংকট কাটাতে সরকারি উদ্যোগ ও জনসচেতনতার প্রয়োজনীয়তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রাজু

×