ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

দেশে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৯ ডিগ্রি 

প্রকাশিত: ১০:২২, ১৯ জানুয়ারি ২০২৫

দেশে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৯ ডিগ্রি 

মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ে এ তাপমাত্র রেকর্ড করা হয়েছে। 

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুই দিন পর আজকে আবার ১০ ডিগ্রির নিচে ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

তিনি বলেন, ‘দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

এদিকে, তাপমাত্রা কমে যাওয়ায় জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। তবে এদিন সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে গেছে এবং সূর্যও দেখা গেছে।

এম হাসান

×