ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ঐক্যে ফাটল দেখতে পাচ্ছি: নুর

প্রকাশিত: ০৯:৪০, ১৯ জানুয়ারি ২০২৫

ঐক্যে ফাটল দেখতে পাচ্ছি: নুর

নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে অল্প সময়ের মধ্যে ঐক্যে ফাটল দেখতে পাচ্ছি। এই ফাটল যত দ্রুত ঘটবে, ফ্যাসিবাদের উত্থান তত তারাতারি হবে। বিএনপি-জামায়াতসহ সকল দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল ও আন্তরিকত হতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করলে তারা টিকে থাকতে পারবে না। তার পরিস্থিতি হতে পারে ৭৫-এর মতো। 

শনিবার (১৮ জানুয়ারি) ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।  

নুরুল হক নুর বলেন, ‘তারা আশা করেছিলেন গণ-অভ্যুত্থানের পর বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ সবাইকে নিয়ে একটা সর্বদলীয় জাতীয় সরকার হবে। সেটা হলে আজকে অন্তর্বর্তী সরকারকে যেসব পরিস্থিতি মোকাবিলা করা লাগছে, সেই সমস্যাগুলো থাকত না। বিদেশিরাও এখন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এত দিন যেভাবে বলেছিল, রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন হবে। এখন সময় বেঁধে দিচ্ছে, ছয় মাসের মধ্যে সংস্কার, জুলাইয়ের মধ্যে নির্বাচন, নভেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। কারণ, এই সরকারে যাঁরা আছেন তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা চলে গেছে আওয়ামী লীগ চুপচাপ আছে, তার মানে এই নয়, আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যেও আওয়ামী ফ্যাসিবাদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। তারা হরতাল ডেকেছে। বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন যারা আছেন, তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমাদেরকে এক বিন্দুতে থাকতে হবে। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করা যাবে না। তাহলে আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে।’

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবে ছিলাম এই সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দলের প্রতিনিধি থাকবে। কিন্তু দুঃখজনক। ইউনূস স্যার রাজনীতিবিদদেরকে অবশ্য কোনো কোনো দল জাতীয় সরকার গঠনে আপত্তি তুলেছিল যে; তা দরকার নাই আপনারা কয়েক মাস থেকে দ্রুত নির্বাচন দেন। কারণ, তারা হয়ত মনে করেছেন, দ্রুত নির্বাচন দিলেই ক্ষমতায় চলে আসতেছি। কাজেই ক্ষমতার ভাগ আর কাউকে দেওয়ার দরকার কি। কিন্তু দেশের যে সংকট এই সংকট মোকাবেলায় এই দেশের জন্য, জাতির জন্য এবং দেশের মানুষের জন্য প্রয়োজন ছিল জাতীয় সরকার। জাতীয় সরকার মানে আন্দোলনকারী দলসহ সব দলের প্রতিনিধি। তাহলে আজকে এই সংকট তৈরি হত না।’

নুর বলেন, ‘আওয়ামী লীগকে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। দেশের রাজনীতিতে আর মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি শক্তির ওপরে ভর করে এ দেশে গণহত্যা চালিয়ে মায়ের বুক খালি করেছে।’

সূত্র: যমুনা টিভি। https://www.youtube.com/watch?v=E4hvE0jnBA0

এম হাসান

×