ছবি: সংগৃহীত
পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু হয়েছে। আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি মৌসুমে দেশে ৩ ধাপে শৈত্যপ্রবাহ এলেও তীব্র শৈত্যপ্রবাহ ছিল না। আগামী রোববার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, 'আগামী শনিবার থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। পরের দিন অর্থাৎ, রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শীতের সময় হিসেবে বর্তমানে দেশে চলমান তাপমাত্রা কিছুটা অস্বাভাবিক। বিগত কয়েক বছর তুলনায় এখন পর্যন্ত এবার শীত কম।'
এ নিয়ে আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারি দেশের সবচেয়ে শীতলতম মাস। এই সময়ে এক থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়, এবার ব্যতিক্রম।
শিলা ইসলাম