আবহাওয়া অফিস
শীত এবার একটু দ্রুতই যেন চলে এসেছে। সারাদেশে ঠান্ডা বাতাসের সঙ্গে জেঁকে বসছে শীতের তীব্রতা। সেই সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ।
বুধবার (৮ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা কমতে থাকবে। দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘রাজধানীতে শৈত্যপ্রবাহ হতে পারে কি না তা এখনেই বলা যাচ্ছে না। তবে গত কয়েকদিনের চেয়ে কাল থেকে শীত আরও বাড়তে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হবে। এভাবে ক্রমশ তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে টানা ছয় দিন। এরপর আবার দু-একদিন শীত কিছুটা কমে আবারও শৈত্যপ্রবাহ হতে পারে।’
চলতি মাসের শুরুর দিকে আবহাওয়া অফিস জানায়, জানুয়ারিতে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে ১-২টি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং দেশের অন্যত্র ২-৩টি মৃদু (১০-০৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এম হাসান