ছবি: সংগৃহীত
তীব্র শীতে মানুষের ভোগান্তির শেষ নেই। আর এরই মধ্যে নতুন দুঃসংবাদ নিয়ে হাজির আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে ২ দিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
রবিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রা বাড়লেও রংপুর, সিলেট, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আর এসময় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ২/১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
শিলা ইসলাম