ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১২:৪৭, ৩ জানুয়ারি ২০২৫

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে এই ভূমিকম্প হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
সিলেট থেকে পাওয়া তথ্যমতে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানিয়েছেন, মিয়ানমারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকার দূরত্ব ৫৩১ কিলোমিটার। পরবর্তী বিশদ তথ্য পর্যালোচনা করা হবে।

এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হলেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জাফরান

×