![হঠাৎ ঢাকায় কেন হাড়-কাঁপানো শীত? হঠাৎ ঢাকায় কেন হাড়-কাঁপানো শীত?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-20-2501022259.jpg)
ছবি সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ শীত বেড়ে গেছে। যদিও কোনো শৈত্যপ্রবাহ চলছে না, তারপরও অনুভূত হচ্ছে হাড়-কাঁপানো শীত।আবহাওয়াবিদদের মতে, কুয়াশা এবং উত্তরের ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এই শীতের অনুভূতিকে বলা হয় ‘কোল্ড ডে কন্ডিশন’। তিনি বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলেও তীব্র শীত অনুভূত হচ্ছে।’
এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশা, উত্তরের ঠাণ্ডা বাতাস, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকা এবং ঊর্ধ্বাকাশের জেট স্ট্রিমের দক্ষিণমুখী বিস্তারসহ নানা প্রাকৃতিক উপাদান একত্রে শীতের অনুভূতিকে তীব্র করেছে।
ঢাকায় গতকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ছিল মাত্র ২.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। এর ফলস্বরূপ, ঢাকায় হাড়-কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
আবুল কালাম আরও বলেন, ‘যতদিন পর্যন্ত তাপমাত্রার পার্থক্য ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, ততদিন তীব্র শীত অনুভূত হবে।’ তিনি জানান, আগামী শুক্রবার (৫ জানুয়ারি) পর্যন্ত এই শীতের পরিস্থিতি থাকতে পারে, তবে শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ৯ জানুয়ারি থেকে তাপমাত্রা আবার কমে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আশিকুর রহমান