ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

আরও যতদিন থাকবে এমন শীত

প্রকাশিত: ১৮:২৫, ২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:১০, ২ জানুয়ারি ২০২৫

আরও যতদিন থাকবে এমন শীত

ছবিঃ সংগৃহিত

শীত যেন জেঁকে বসেছে দেশের সব জায়গায়। সূর্যের দেখা মেলেনি সকাল থেকে এর মধ্যে বইছে বাতাস। শীত উপভোগ যেমন করছে মানুশ সেই সাথে ভোগান্তিও হচ্ছে অনেকের।  

ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে আরও কয়েক দিন এমন অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

এ নিয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, আগামী দুই থেকে তিনদিন এমন শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে। যদিও এরপর কিছুটা কমে আবারও বাড়তে পারে এই শীত।


আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তার আশেপাশের এলাকা পর্যন্ত রয়েছে। মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।


তথ্য অনুযায়ী সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশা থাকবে এবং সে কারণে সারাদেশের শীতের অনুভূতি থাকতে পারে। 

এমন অবস্থায় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।


এদিকে, আবহাওয়ার মাসব্যাপী (জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দক্ষিণ বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি এবং দেশের অন্যত্র দুটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

রাসেল

×