বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে শনিবার বৃষ্টির পর বেড়েছে শীতের দাপট। তবে আজ সকাল থেকে বরিশাল, সাতক্ষীরা সহ দেশের কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি, বরং দেখা মিলেছে সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে নিম্নচাপটি ক্রমেই দুর্বল হচ্ছে।
তাপমাত্রার পারদও নিম্নমুখী। এতে, দেশজুড়েই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দু’দিন পর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পর শীতের তীব্রতা বেড়েছে। এসব অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে এবং রাতের তাপমাত্রাও অনেকটা নীচে নেমেছে। বিশেষ করে, খোলা মাঠ এবং উপকূলীয় এলাকার মানুষ শীতের প্রভাব বেশি অনুভব করছেন। শীতের প্রভাব আগামী কিছুদিন ধরে থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এদিকে, দেশের অন্যত্র তাপমাত্রা কিছুটা বাড়লেও, শীতের দাপট থাকবে। বিশেষ করে, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তবে, আগামী দিনে বৃষ্টি না হলেও, শীতের কারণে মানুষকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
জাফরান