ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ঢাকায় শীত জেঁকে বসবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: ২২:২৪, ৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:৪০, ৭ ডিসেম্বর ২০২৪

ঢাকায় শীত জেঁকে বসবে কবে,  জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত।

দেশের উত্তরে শীত এরই মধ্যে প্রবলভাবে জেঁকে বসেছে। তবে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে শীত এখনও পুরোপুরি প্রবাহিত হয়নি। তবে সন্ধ্যা নামলেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার আভা দেখা দিতে শুরু করেছে। ডিসেম্বরের শুরু থেকেই কুয়াশার উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করেছে, এবং সময় যত যাচ্ছে, এর মাত্রাও বাড়ছে। এতে করে তাপমাত্রা কিছুটা কমে আসছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী কয়েকদিনের মধ্যে কুয়াশার পরিমাণ আরও বাড়বে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, মাসের শেষের দিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা পূর্ণমাত্রায় শীতের কবলে পড়তে পারে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এবং মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী তিন দিন দেশের আকাশে আংশিক মেঘলা আবহাওয়া থাকতে পারে এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, এবং দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

তবে পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৯ ডিসেম্বর দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমলেও, অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

এছাড়া, শীতের প্রকোপ আরও বাড়লে জনস্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে, তাই সকলে প্রস্তুতি নিয়ে চলাচল করা উচিত বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

নুসরাত

×