ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সাগরে সৃষ্টি হচ্ছে ‘বোম্ব সাইক্লোন’

প্রকাশিত: ১৬:৫২, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:৫৫, ২৪ নভেম্বর ২০২৪

সাগরে সৃষ্টি হচ্ছে ‘বোম্ব সাইক্লোন’

প্রশান্ত মহাসাগরসংলগ্ন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম উপকূলের সাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বোম্ব সাইক্লোন’। ঘূর্ণিঝড়টি প্রশান্ত মহাসাগরসংলগ্ন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম উপকূলের কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে বলে জানা গেছে।

 


বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রশান্ত মহাসাগর-সংলগ্ন মার্কিন অঙ্গরাজ্যগুলোতে দমকা বাতাস, ভারী বৃষ্টিপাত, বন্যা, তুষারপাত ও ভূমিধসের পূর্বাভাস দেয়া হয়েছে যেখানে অঙ্গরাজ্যগুলোতে ৭০ লাখেরও বেশি মানুষ বসবাস করেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকেই এই ঝড় ওই অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে। সপ্তাহের শেষ নাগাদ এটি আরও তীব্র হতে পারে। তীব্র বাতাস, বৃষ্টি, তুষারপাত ছাড়াও এই ঘূর্ণিঝড়ে আকস্মিক বন্যা, ভূমিধস এবং উচ্চভূমিতে ভারি তুষারপাত ও তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশ এরইমধ্যে ঝড়ের প্রভাব শুরু হয়েছে। সিয়াটলে এরইমধ্যে তীব্র বাতাসের ঝাপটা লক্ষ্য করা গেছে।

এনওএএ-এর আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, এর প্রভাবে প্যাসিফিক নর্থওয়েস্টের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত হতে পারে। সেখানে প্রতি ঘণ্টায় ২-৩ ইঞ্চি তুষার জমতে পারে এবং বাতাসের গতি ঘণ্টায় ৬৫ মাইল পর্যন্ত হতে পারে।

ফুয়াদ

×