সংগৃহীত ছবি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
শনিবার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কিছু স্থান ও অন্যান্য অঞ্চলের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
এদিকে, আগামী রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয় যে, সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে, তবে রাতের শেষ দিকে ও ভোরে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাতে ভোরে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
নুসরাত