ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১

আসছে লঘুচাপ

প্রকাশিত: ১১:৪৬, ১৯ অক্টোবর ২০২৪

আসছে লঘুচাপ

সাগর। ফাইল ফটো

রবিবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর তিন–চার দিনের জন্য শুষ্ক থাকবে আবহাওয়া পরিস্থিতি। মঙ্গলবারের পর সাগরে তৈরি হতে পারে লঘুচাপ। শনিবার (১৯ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কেটে গেছে মৌসুমি বায়ুর প্রভাব। তবে পশ্চিমা বায়ু সক্রিয় থাকায় এখনো সারা দেশে বৃষ্টি হচ্ছে। রোববারের পর তিন থেকে চারদিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

অধিদপ্তরের তথ্যানুসারে, খুলনা, কুমিল্লাসহ দেশের ৬ জেলায় আজ ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব দক্ষিণ-পূর্ব দিক বয়ে যাওয়া বাতাসের বেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।

কর্মকর্তারা জানান, ২২ অক্টোবরের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে লঘুচাপ। যা পরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ে রুপ নেয় তা উড়িষ্যা, পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে প্রভাব পড়বে কতটা তা আরও কয়েকদিন পর জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সাগরে ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকলে তা ঘূর্ণিঝড় তৈরির জন্য উপযোগী। 

বিভিন্ন মডেল বিশ্লেষণ করে আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় তৈরির সব পরিবেশই রয়েছে বঙ্গোপসাগরে।

এসআর

×