ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে 

প্রকাশিত: ১৯:৪৮, ৪ নভেম্বর ২০২৩

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে 

আবহাওয়া

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা আরও কমতে পারে জানিয়েছে সংস্থাটি। 

শনিবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে; তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা কমতে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৩ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

এস

×