ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

প্রকাশিত: ১৭:৫৪, ৩০ অক্টোবর ২০২৩

আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

আবহাওয়া

আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৩০অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আগামী তিন দিনে দেশের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।

এর আগে রবিবার (২৯ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায়ও ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা।

 

এস

×