ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আবারও তীব্র তাপদাহ, চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত: ২০:২৯, ৮ মে ২০২৩; আপডেট: ২০:৩২, ৮ মে ২০২৩

আবারও তীব্র তাপদাহ, চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস

আকাশ। ফাইল ফটো

সারা দেশে তাপমাত্রা বেশ কয়েক দিন কম ছিল। আবার শুরু হয়েছে তীব্র তাপদাহ। সোমবার (৮ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক। তিনি বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও বাড়বে। 

এর আগে, গত ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।


 

 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×