ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কমছে তাপমাত্রা, শুরু হবে শীতের কাঁপুনি 

প্রকাশিত: ১২:৩৩, ১৩ ডিসেম্বর ২০২২

কমছে তাপমাত্রা, শুরু হবে শীতের কাঁপুনি 

কয়েকদিনে তাপমাত্রা আরও কমে শীত জেঁকে বসতে পারে

তাপমাত্রা কমতির দিকে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা রবিবার ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দু-দিনের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমে গিয়ে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দু-দিন পরই আসছে পৌষ, শুরু হচ্ছে পঞ্চম ঋতু শীতের প্রথম মাস। কাগজে-কলমে শীত এখনও শুরু না হলেও প্রকৃতিতে শীত শুরু হয়েছে আরও আগে থেকেই।

মঙ্গলবার সকালে ঢাকায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। 

যদিও মঙ্গলবার সকালেও সোমবারের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

 

টিএস

×